সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মাধবদী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

- আপডেট সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
নরসিংদী জেলার সাহিত্য ও সাংস্কৃতির ইতিহাস ঐতিহ্য অবদানকে লালন করে ‘নন্দিত স্পন্দনে জাগ্রত সৈনিক, বর্ণকাননে খুঁজি সুপ্ত প্রতিভা’ শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর মাধবদী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫
২৩ ফেব্রুয়ারি রোববার বিকালে মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক ওয়াজউদ্দিন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারি পরিচালক মোস্তফা আজিজুল করিম, সহ-সাধারণ সম্পাদক শারমিন তানিম বীণা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রতন, সাহিত্য সম্পাদক এড. পারভীন রেহেনা, দফতর সম্পাদক ডা. বিউটি সরকার, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজা বেগম, রায়পুরা উপজেলা সভাপতি মোহাম্মদ শেখ রাশেদ ও নরসিংদী সদর উপজেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার জয়, সাহিত্যিক ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকন, থানা কমিটির অধ্যক্ষ আলহাজ্ব ইসমাইল হোসেন ভুঁইয়া প্রমূখ।
মাধবদী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর ফারুক।
থানা শাখার পুরাতন কমিটির বিলুপ্তি, নবগঠিত কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন।