উখিয়া উপজেলা বিএনপির ২ নেতাকে বহিষ্কার

- আপডেট সময় : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
দলের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ( ১৮)ই মার্চ মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে যেকোনো কর্মকান্ড বরদাস্ত করা হবে না। উল্লিখিত নেতাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা উখিয়া উপজেলা শাখার গুরুত্বপূর্ণ পদে থাকলেও, তাদের কর্মকান্ড দলের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে চিহ্নিত হওয়ায়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।