রূপচন্দা ভেবে কিনলেন, হাতে এলো ভেজাল তেল–বোতলের ভেতরে স্পষ্ট ময়লা!

- আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক ভোক্তা রূপচন্দা কোম্পানির তেল মনে করে বাজার থেকে একটি তেল কিনলেও পরে দেখা যায়, সেটি ছিল না রূপচন্দার তেল। বরং এটি ছিল “আমানত” নামে একটি ব্র্যান্ড, যার বোতলের নিচে স্পষ্টভাবে জমে থাকা ময়লা ধরা পড়ে।
ভুক্তভোগী জানান, বোতলের ডিজাইন এবং রঙ অনেকটাই রূপচন্দা তেলের সঙ্গে মিল থাকায় তিনি ভুল করে তেলটি কিনেছিলেন। কিন্তু বাসায় এনে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর বোতলের তলার দিকে দেখা যায় তেলের ভেতরে অস্পষ্ট ও স্বাস্থ্যহানিকর কালচে ময়লার উপস্থিতি।
এই তেলের গায়ে “Cholesterol Free” এবং “সুন্দর পাকা অলিn” জাতীয় বার্তা থাকলেও, এর ভেতরের মান সম্পূর্ণ বিপরীত। স্থানীয়দের অভিযোগ, বাজারে এ ধরনের তেল অবাধে বিক্রি হচ্ছে অথচ প্রশাসনের নজরদারি নেই।
স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, ভোজ্য তেলের মধ্যে এ ধরনের ময়লা থাকা অত্যন্ত বিপজ্জনক এবং তা দীর্ঘমেয়াদী পেটের সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
ভোক্তাদের প্রতি অনুরোধ পণ্য কেনার সময় সতর্ক থাকুন, এবং কোম্পানির নাম, মান ও মেয়াদ দেখে তেল কিনুন। প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি অনুরোধ দ্রুত এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি অনুরোধ, দ্রুত এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।