নাটোর কসবা উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
নাটোর জেলার নাটোর উপজেলার কসবা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে সম্প্রতি (২৫/০৫/২৫) কসবা উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা দেখতে জড়ো হয় হাজারও মানুষ। লাঠির খেলার উদ্বোধন করেন সাবেক নাটোর থানা সভাপ্রতি জনাব মো: রফিকুল ইসলাম। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবদুর রাজ্জাক, কসবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনজুরুল ইসলাম মুনজু। আরও উপস্থিত ছিলেন সারোয়ার, নাসির আর অনেকে। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন খেলাটি পরিচালনা করেন মো: শ্রী বিপেন কুমার সরকার ও সাজাহান ইসলাম সম্রাট।