রামুর ঈদগড়ে নির্মিত হয়েছে নাটক”সমাজের চোখ”

- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৩৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজার রামুর ঈদগড়ে সম্প্রতি নির্মিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী নাটক সমাজের চোখ। যেখানে ফুটে উঠেছে মেয়েদের স্বপ্ন, স্বাধীনতা এবং সমাজের নানা অসংগতির প্রতিচ্ছবি।
তরুণ নির্মাতা আলভীর দীর্ঘ প্রচেষ্টায় এই নাটকটি রূপ পেয়েছে একটি সামাজিক বার্তাবাহী কর্মে । পুরো নাটকটি নির্মাণ হয়েছে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের বিভিন্ন দর্শনিয় লোকেশনে।
জানা যায়, একটি মেয়ের স্বপ্ন, তার স্বাধীনতা, এবং সমাজের চোখে তার বেড়ে ওঠার বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক সমাজের চোখ।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রুহি নামের এক কিশোরী । যার চোখে ভরপুর স্বপ্ন। সমাজের তথাকথিত চোখ সেই স্বপ্নকে দেখতে চায় না।
নির্মাতা আলভি জানান, রুহির চরিত্রে অভিনয় করেছেন মবরুরে করিম জিনান নামের এক মেয়ে। অসাধারণ আবেগ ও আন্তরিকতায় চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন সে।
নাটকে রুহির বাবার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মাষ্টার সাহাব উদ্দিন। এছাড়া
মেম্বার চরিত্রে অভিনয় করেন ইউপি সদস্য বেলাল উদ্দিন। অভিনয় গল্প আরো প্রাণবন্ত করেছে তাদের অভিনয়ে।
অপরদিকে রুহির ভাই চরিত্রে বোরহান, সমাজের লোক চরিত্রে ওসমান সরওয়ার, চায়ের দোকানি চরিত্রে হাসান, পাত্র চরিত্রে শহিদুল ইসলাম, শিক্ষক হিসেবে শাহীন আজাদ,পুলিশ চরিত্রে এসআই মনির উদ্দিন অভিনয় করেছেন।
অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। তাঁদের নিষ্ঠা এবং ভালোবাসা নাটকটির গুণগত মান আরও সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, নাটকটির পেছনে সবচেয়ে বড় শক্তি ছিলেন নির্মাতা আলভি । দিনরাত পরিশ্রম করে শুধুমাত্র নাটক নয়, বরং একটি সমাজের সচেতনতামূলক বার্তা নির্মাণ করেছেন।
তার নেতৃত্বে পুরো টিম এক হয়ে কাজ করেছে। কেউ পারিশ্রমিকের কথা ভাবেননি তাদের লক্ষ্য ছিল কেবল সমাজের জন্য কিছু বলা ও করা। যেন সমাজ থেকে অসঙ্গতি দুর করা যায়।
এছাড়া নাটকটির বড় ছায়া হয়ে ছিলেন মাষ্টার সৈয়দ করিম । শুধু সহযোগী নয়। তিনি এই নাটকের নেপথ্য নায়ক।
সূত্রে প্রকাশ, মাষ্টার সৈয়দ করিম নিজের ঘরকে শুটিং স্পট হিসেবে উন্মুক্ত করার পাশাপাশি নিজের মেয়ে জিনান কে রুহি চরিত্রে অংশ নিতে উৎসাহ দিয়েছেন।
নাটকটির ডিজাইনের কাজ করেছে শাহিনুর সালমান বোরহান। সমাজের চোখ কেবল একটি নাটক নয় এটি একটি বার্তা যা একটি সমাজের আয়না।
এই নাটকে সার্বিক সহযোগিতা করেছেন
রাফি ইলেকট্রনিক্স এন্ড ভিশন শো-রুম এবং আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ঈদগড় আজিজ এজেন্সি।
নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাবে নাট্যরঙ ইউটিউব চ্যানেলে জানান,নির্মাতা আলভি।