শিরোনাম
কক্সবাজার ১ আসনের সাংসদ জাফর ঢাকায় গ্রেফতার!

কক্সটাইমস২৪ ডেস্ক:
- আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মো. জাফর আলমকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।
সাবেক এমপি জাফর আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এর কিছু দিন পর তিনি চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে সেখানেও পরাজিত হন।