ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তাড়াশে এলজিইডির অফিসে দুদকের অভিযান। ব্রহ্মপুত্রে নৌকা থেকে পরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার পুলিশের আইজি ব্যাজ পাচ্ছেন নাইক্ষ‌্যংছড়ির ঘুমধুমের কৃতি সন্তান চট্রগ্রাম পাহাড়তলী ওসি বাবুল আজাদ সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেপ্তার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা; দীর্ঘ প্রতিজ্ঞার পর কালারমারছড়ায় পুলিশ ফাঁড়ি অনুমোদন কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ১ অপহরণকারী আটক। কক্সবাজারের উখিয়ায় স্ত্রী’র ম’র’দেহ হাসপাতালে রেখে পালালো স্বামী! ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা; দীর্ঘ প্রতিজ্ঞার পর কালারমারছড়ায় পুলিশ ফাঁড়ি অনুমোদন

জুয়েল চৌধুরী (মহেশখালী)
  • আপডেট সময় : ০১:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

 

দ্বীপ উপজেলা মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সাোমবার) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লারর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল- মহেশখালীর কালারমারছড়ায় একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন প্রদান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্টের প্রতিনিধি লেফটেন্যান্ট মোহাইমেন হোসেন, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহমেদ, কোস্টগার্ড প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।

সভায় বক্তারা মহেশখালীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কালারমারছড়া, কুতুবজোম, মাতারবাড়ী ও হোয়ানক এলাকায় সন্ত্রাস, চুরি, ছিনতাই, জমি দখল সংক্রান্ত সহিংসতা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউএনও হেদায়েত উল্লাহ বলেন, মহেশখালীতে অপরাধ দমনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধপ্রবণ এলাকা কালারমারছড়া বাজার, নোনাছড়ি ও আধাঁর ঘোনায় নিয়মিত টহল অব্যাহত রয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধিরাও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সমুদ্র ও স্থলপথে যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিশেষজ্ঞদের মতে, কালারমারছড়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে। অতীতে অপরাধ সংঘটিত হওয়ার পর মহেশখালী থানার মূল কার্যালয় থেকে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হতো, যার ফলে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হতো। স্থানীয় ফাঁড়ির মাধ্যমে দ্রুত পুলিশী হস্তক্ষেপ নিশ্চিত হবে এবং জনগণের নিরাপত্তা বৃদ্ধি পাবে। মাতারবাড়ী, কালারমারছড়া ও হোয়ানক এলাকায় বিদ্যমান কয়লা বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতেও এই ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া স্থানীয় বাজার ও জনবহুল এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাস প্রতিরোধে তা কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা; দীর্ঘ প্রতিজ্ঞার পর কালারমারছড়ায় পুলিশ ফাঁড়ি অনুমোদন

আপডেট সময় : ০১:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

দ্বীপ উপজেলা মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সাোমবার) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লারর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল- মহেশখালীর কালারমারছড়ায় একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন প্রদান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্টের প্রতিনিধি লেফটেন্যান্ট মোহাইমেন হোসেন, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহমেদ, কোস্টগার্ড প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।

সভায় বক্তারা মহেশখালীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কালারমারছড়া, কুতুবজোম, মাতারবাড়ী ও হোয়ানক এলাকায় সন্ত্রাস, চুরি, ছিনতাই, জমি দখল সংক্রান্ত সহিংসতা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউএনও হেদায়েত উল্লাহ বলেন, মহেশখালীতে অপরাধ দমনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধপ্রবণ এলাকা কালারমারছড়া বাজার, নোনাছড়ি ও আধাঁর ঘোনায় নিয়মিত টহল অব্যাহত রয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধিরাও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সমুদ্র ও স্থলপথে যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিশেষজ্ঞদের মতে, কালারমারছড়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে। অতীতে অপরাধ সংঘটিত হওয়ার পর মহেশখালী থানার মূল কার্যালয় থেকে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হতো, যার ফলে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হতো। স্থানীয় ফাঁড়ির মাধ্যমে দ্রুত পুলিশী হস্তক্ষেপ নিশ্চিত হবে এবং জনগণের নিরাপত্তা বৃদ্ধি পাবে। মাতারবাড়ী, কালারমারছড়া ও হোয়ানক এলাকায় বিদ্যমান কয়লা বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতেও এই ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া স্থানীয় বাজার ও জনবহুল এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাস প্রতিরোধে তা কার্যকর হবে।