অপবাদ-অপপ্রচার ও মিথ্যাচার থেকে বিরত থাকুন..

- আপডেট সময় : ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
দেশের দক্ষ ও পরিচ্ছন্ন একজন কলম সৈনিক’কে নিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কতিপয় ইয়াবাকারবারি, মানবপাচারকারী ও পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের শেল্টারদাতা ব্যক্তি ষড়যন্ত্র করে যাচ্ছেন।যার বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছেন, তিনি শুধু সংবাদকর্মী নয়,এলাকার একজন সমজসেবক এবং নিঃস্বার্থবান পরোপকারী মানুষ।তাহাকে সারা বাংলায় শত সংবাদকর্মী সৃষ্টির নিপুণ কারিগর বললেই অত্যুক্তি হবেনা।একজন মাদককারবারী পূর্নবাসনকারী, বড়মাপের প্রতারক কেমনে একজন ন্যায়-নিষ্ঠাবান সংবাদকর্মী’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছেন আর অন্যের দ্ধারা চালানো হচ্ছে?।এটা সমাজ ও দেশের জন্য অশনিসংকেত।সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার আর হুমকি মানে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা।
উক্ত অপ্রচারে জড়িতদের প্রতি ধিক্কার এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ পোষণ করে অপবাদ-অপপ্রচার এবং মিথ্যাচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।