মহেশখালীতে পাওনা টাকা নিয়ে বিরোধ; মামার হাতে ভাগ্নে খু’ন

- আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন মামার হাতে ভাগ্নে খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. কাশিম (৩৫) পেশায় ফিশিংবোট শ্রমিক এবং স্থানীয় মো. কালামিয়ার পুত্র। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, পাওনা টাকা নিয়ে কাশিমের সঙ্গে তার মামা মো. গফুর এবং গফুরের ভাই হাছন আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সকালে কাশিমের ছয় বছর বয়সী মেয়েকে স্কুলে যাওয়ার পথে হাছন আলী, গফুর ও তাদের পরিবার সদস্যরা পথরোধ করে মারধরের চেষ্টা করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্কুলে পৌঁছে দেয়।
এরপর গফুর, হাছন আলী, গফুরের পুত্র সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল মিলে স্থানীয় কবির বাজারে কাশিমকে মারধর করে। কাশিম প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে পালিয়ে গেলে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত ও আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।